LATEST UPDATE

পুলওয়ামা হামলার মন্তব্যের জেরে সিধুর বিরুদ্ধে পঞ্জাব বিধানসভার ভিতরে বিক্ষোভ দেখায় অকালি দলের বিধায়করা

পাঞ্জাব  ১৮ ফেব্রুয়ারি (এ.এন.ই): পুলওয়ামা হামলার মন্তব্যের জেরে কংগ্রেস বিধায়ক নভজ্যোত সিং সিধুর বিরুদ্ধে পঞ্জাব বিধানসভার ভিতরে বিক্ষোভ দেখাতে থাকে অকালি দলের নেতা বিক্রম সিং মাজিতার নেতৃত্বে বিধায়করা। জানা গেছে, পুলওয়ামা হামলার সিধুর মন্তব্যের জেরে সোমবার উত্তাল হয়ে উঠে পঞ্জাব বিধানসভা। পোড়ানো হয় পাক সেনা প্রধান বাজোয়ার সঙ্গে সিধুর ছবিও। বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে বিধানসভা কক্ষেও বিক্ষোভ দেখাতে শুরু করে অকালি দলের বিধায়করা। সিধুর ক্ষমা চাওয়ার দাবি জানান তাঁরা।  

আরো পড়ুন

Advertisement