LATEST UPDATE

সব ভুল বোঝাবুঝির অবসান, দীর্ঘ ৪ বছর বাদে পুনর্মিলন স্বামী স্ত্রীর

আগরতলা ২০ ফেব্রুয়ারি  (এ.এন.ই): সব ভুল বোঝাবুঝির অবসান। দীর্ঘ চার বছর ধরে একের অপরের প্রতি যে রাগ অভিমান দূরে ঠেলে রেখে আবার নতুন জীবনে পা রাখল দিপু নম: এবং মঞ্জু নম:। যদিও তাদের পুনর্মিলনের কৃতিত্ব একটি সমাজসেবী সংস্থার। ঘটনার বিবরণে জানা গেছে, আজ থেকে প্রায় ১৭ বছরে সামাজিক রীতিনীতি মেনে অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় কমলপুরের পশ্চিম হালাহালির গুণমণি নমঃশূদ্রের ছেলে দিপু নম: শূদ্রের সাথে সুরমা এডিসি ভিলেজের নিখিল সরকার পাড়ার জনৈক রাজকুমার দাসের মেয়ে মঞ্জুর সাথে। জানা গেছে, বিয়ের পর তাদের বৈবাহিক জীবন খুব সুখে শান্তিতে কাটছিল। ঐ সময় তাদের একটি কন্যা সন্তানও হয়েছিল। কিন্তু হঠাৎ করে তাদের সাংসারিক জীবন নেমে এল কালো মেঘ।  ছোট ছোট বিষয় নিয়ে স্বামী স্ত্রী তে ঝগড়া শুরু হতে লাগলো। দিনের পর দিন তাদের মধ্যে বিরোধ বারতে লাগলো। একটা সময়ে তাদের মধ্যে কথা বন্ধ হয়ে যায়। দেখতে দেখতে চারটি বছর কেটে যায়। দীর্ঘ ৪ বছর স্বামী স্ত্রীতে কথা বন্ধ ছিল। অবশেষে গত কয়েকদিন ধরেই সুরমা এলাকার সমাজসেবীরা দুজনের বিরোধ দূর করে তাদেরকে আবার চারহাত এক করে দেয়। এখন তাদের সমস্ত ভুল বোঝা বুঝি দূর হয়ে যায়। এখন দশম শ্রেণী পড়ুয়া মেয়েটি কথা ভেবে সুস্ট ও সুন্দর জীবনযাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন দিপু নমঃ এবং মঞ্জু নমঃ।  

আরো পড়ুন

Advertisement