LATEST UPDATE

বন্যপ্রাণী হত্যার দায়ে মুম্বাই এয়ারপোর্টে গ্রেপ্তার রাজ্যের যুবক

আগরতলা ২২ ফেব্রুয়ারি  (এ.এন.ই): বন্যপ্রাণী হত্যার দায়ে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করে রাজ্যের এক যুবককে। জানা গেছে, শুক্রবার দুপুরে মুম্বাই এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থানার পুলিশ রাজ্যের যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবকের নাম ইন্দ্রিস মিঞা। তার বাড়ি বিশালগড়ে। মুম্বাই এয়ারপোর্ট থানার পুলিশ সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী হত্যার অভিযোগ উঠে ধৃত ইন্দ্রিস  মিঞার বিরুদ্ধে। সে বন্যপ্রাণী হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মুম্বাই এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে মুম্বাই এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনার বিবরণ দিয়ে বিশালগড় থানায় জানায়।   খবর পেয়ে বিশালগড় থানার পুলিশের একটি টিম মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এদিকে মুম্বাই এয়ারপোর্ট থানার পুলিশ ধৃত যুবক ইন্দ্রিস মিঞাকে জিজ্ঞেসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

আরো পড়ুন

Advertisement