LATEST UPDATE

 অল্পের জন্য  ১০০ কোটির ক্লাবে জায়গা হল ''গলি বয়''-এর

মুম্বাই ২৩ ফেব্রুয়ারি  (এ.এন.ই): অল্পের জন্য  ১০০ কোটির ক্লাবে জায়গা হল ''গলি বয়'' এর। যদিও মুক্তির আগে 'গলি বয়' নিয়ে বক্স অফিসে উত্তেজনা ছিল রণবীর-আলিয়ার। মুক্তির পর ছবিটি নিয়ে আরও বেশি করে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। প্রথম সপ্তাহে ৯৫ কোটির ব্যবসা করল গলি বয়। একটুর জন্য প্রথম সপ্তাহে ১০০ কোটির ক্লাবে স্থান পেল না রনবীর সিং-আলিয়া ভাট অভিনীত গলি বয়। যদিও গত সপ্তাহের শুরুতে ভালোই ব্যবসা করেছিল গলি বয়। তবে, জোয়া আখতার পরিচালিত এই সিনেমা প্রশংসা কুড়িয়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে গোটা বলিউডের। বিদেশের দর্শকদেরও মন জয় করে নিয়েছে এই সিনেমা।

আরো পড়ুন

Advertisement