LATEST UPDATE

বক্সনগরের রহিমপুর সীমান্ত এলাকায় একটি বাড়ি থেকে সন্দেহভাজন ১৯জন রোহিঙ্গা আটক

আগরতলা ২৬ ফেব্রুয়ারি  (এ.এন.ই): ফের সীমান্তের এক বাড়ি থেকে ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। জানা গেছে, সোমবার রাতে বক্সনগরের রহিমপুর এলাকার সীমান্তের ৬৮নং গেট সংলগ্ন একটি বাড়ি থেকে অবস্থানরত ১৯ জন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করে কলমচৌরা থানার পুলিশ। যদিও পুলিশ এখনো পর্যন্ত এবিষয় নিয়ে কোন মুখ খুলেনি। কেনই পুলিশ এবিষয়টি নিয়ে মুখ খুলতে চাইছে না তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে। 'পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। সন্দেহ করা হচ্ছে পুলিশ কি তাহলে বিষয়টি ধামাচাপা দিতে চাইছে। ঘটনার বিবরণে জানা গেছে, বেশ কয়েক দিন ধরেই লক্ষ্য করা গেছে, বক্সনগরের রহিমপুর এলাকার সীমান্তের ৬৮নং গেট সংলগ্ন এলাকার বাসিন্দা লতিফ মিয়ার বাড়িতে সন্দেহভাজন ১৯ জন রোহিঙ্গারা আশ্রয় নিয়েছিল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে কলমচৌড়া থানার পুলিশ ঐ বাড়িতে অভিযান চালায় এবং সন্দেহভাজন ১৯ জন রোহিঙ্গাকে আটক করে। এই ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি তুলছে সকলেই।  

আরো পড়ুন

Advertisement