LATEST UPDATE

ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর লক্ষ্যে সরকারের কাজের প্রশংসা পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যানের

আগরতলা ১৭ জানুয়ারি (এ.এন.ই): পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধিরা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ সংশ্লিষ্ট মন্ত্রীসভার প্রতিনিধিদের সাথে আলোচনা করেন। জানা গেছে, রাজ্যের উন্নতিতে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার শেষে এক সাংবাদিক সম্মেলনে পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং জানান, ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর ক্ষেত্রে রাজ্য সরকার যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে এবং যেভাবে কাজ করছে তা প্রশংসনীয়। পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং বলেন, শিক্ষা, স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়ন সহ আরও বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। ত্রিপুরার প্রয়োজনের কথা ভেবে সহানুভূতি সুলভ মানসিকতা প্রদর্শন করা হবে বলে জানালেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং। উল্লেখ্য, দুদিনের সফরে বুধবার রাজ্যে এসেছেন পঞ্চদশ অর্থ কমিশনের এক প্রতিনিধি দলটি। বুধবার সকালের বিমানে ১৫ জনের প্রতিনিধি দলটি রাজ্যে আসে। জানা গেছে, দুদিনের রাজ্য সফরে প্রথমদিন বুধবার দুপুরে প্রতিনিধি দলটি পঞ্চায়েতরাজ ব্যবস্থার প্রতিনিধিদের সাথে মিলিত হয়। দীর্ঘক্ষণ পঞ্চায়েতরাজ ব্যবস্থার প্রতিনিধিদের সাথে তাদের কথা হয়। এরপর আগরতলা নগর সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হন পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধিরা। এরপর এদিন সন্ধ্যায় এডিসি প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। এরপর বৈঠক শেষে বাণিজ্যিক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হন পঞ্চদশ অর্থ কমিশনের প্রতিনিধিরা।  হিন্দুস্থান সমাচার ।। নবেন্দু ভট্টাচার্য্য   

আরো পড়ুন

Advertisement