LATEST UPDATE

সিপাহীজলা অভয়ারণ্যে রহস্যজনক মৃত্যু এক সিংহের

আগরতলা ২৭ ফেব্রুয়ারি (এ.এন.ই): ফের সিপাহীজলা অভয়ারণ্যে মৃত্যু হল এক সিংহের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। সিপাহীজলা অভয়ারণ্য কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে, বুধবার সকালে সিংহটির মৃত্যু হয়। তবে কি কারণে সিংহটি মৃত্যু হয় সেবিষয়ে রহস্যের দানা বাধছে। কারণ সিংহের 'মৃত্যুর খবর সংগ্রহ করতে গিয়ে সিপাহীজলা অভয়ারণ্যের কর্তৃপক্ষের সঙ্গে কথা তখন ;তারা সিংহের মৃত্যুর কারণ নিয়ে তারা কোন মুখ খুলেনি। বার বার তারা বিষয়টিকে এড়িয়ে যাচ্ছিলেন। কেনই সিংহটির আকস্মিক মৃত্যু হল সেবিষয়ে অভয়ারণ্যের কর্তৃপক্ষ কিছুই জানায়নি। তবে সিংহের রহস্যজনক মৃত্যুতে নানান প্রশ্ন উঠতে লাগলো বিভিন্ন 'মহল থেকে। কেউ কেউ বলছেন সিংহটিকে খেতে না দেওয়ায় তার মৃত্যু হয়। আবার কেউ কেউ বলছেন  সম্ভবত সিংহটি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল তার কোন চিকিৎসাই করানো যার ফলে বিনা চিকিৎসায় সিংহটির মৃত্যু হয়। তবে বিভিন্ন মহল থেকে নানান প্রশ্ন উঠে এলেও এখনো পর্যন্ত সিংহের মৃত্যুর আসল কারণ জানা যায়নি। তবে অনেকেই দাবি তুলেছে সিংহের 'মৃত্যুর সঠিক তদন্ত হোক যাতে দোষীরা শাস্তি পায়। এদিকে সিপাহীজলা অভয়ারণ্য কর্তৃপক্ষ জানিয়েছে মৃত সিংহের নাম হল হীরা। 

আরো পড়ুন

Advertisement