LATEST UPDATE

 ছেলেকে ফিরিয়ে আনতে অমৃতসরে অভিনন্দনের বাবা-মা,  বিমানে সহযাত্রীরা উঠে দাঁড়িয়ে স্বাগত জানালেন অভিনন্দনের বাবা-মাকে

অমৃতসরে ১ মার্চ (এ.এন.ই):  ছেলেকে ফিরিয়ে আনতে অমৃতসরে পৌঁছে গিয়েছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের বাবা এয়ার মার্শাল এস বর্তমান ও মা শোভা বর্তমান। আজ শুক্রবার কার্যত উত্সবের আমেজেই দেশে স্বাগত জানানো হবে পাইলটকে। ওয়াঘা সীমান্তেও সাজো সাজো রব। বিমানে সহযাত্রীরা এদিন কার্যত উঠে দাঁড়িয়ে হাত তালি দিয়ে বিমানে স্বাগত জানালেন পাইলটের বাবা-মাকে। সঙ্গে ছিল শুভেচ্ছা বার্তাও। এতে স্বাভাবিকভাবেই খুশি  এস বর্তমান ও শোভা বর্তমানও। এদিকে বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে স্বাগত জানাতে শুক্রবার সকাল থেকেই ওয়াঘা সীমান্তে জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। হাজার হাজার মানুষ উপস্থিতি লক্ষ্য করা গেছে ওয়াঘা সীমান্তে।    

আরো পড়ুন

Advertisement