LATEST UPDATE

মহারানী পেট্রোলপাম্পের ছিনতাইয়ের ঘটনায় আরও এক যুবক ধৃত

আগরতলা৩ মার্চ (এ.এন.ই): উদয়পুর মহারানী এলাকায় একটি পেট্রোল পাম্পের অফিস থেকে আড়াই লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, শনিবার রাতে আগরতলার লেক চৌমুহনী বাজার থেকে এই যুবকটি গ্রেপ্তার করে। ধৃত যুবকের নাম হল রাম জামাতিয়া। পুলিশ জানিয়েছে, মহারানীর পেট্রোল পাম্প থেকে আড়াই লক্ষ টাকা ছিনতাইয়ের ;ঘটনার সাথে রাম জামাতিয়া জড়িত আছে। পুলিশ সূত্রে জানা গেছে, আগামী সোমবার ধৃত রাম জামাতিয়াকে আদালতে হাজির করবে। উল্লেখ্য, গত সোমবার রাতে উদয়পুর মহারানী পেট্রোল পাম্প হানা দেয় বেশ 'কয়েকজন দুষ্কৃতিকারী। সেই সময় পেট্রোল পাম্প অফিসের শার্টার বন্ধ করে পেট্রোল পাম্পের ম্যানেজার টুটন দেবনাথ, পেট্রোল পাম্পের মালিক রাজীব তারণ ও সঞ্জিত দেবনাথ সহ আরও দুইজন সহকর্মী মিলে ঐদিনের হিসেব নিকেশ করছিলেন ঠিক সেই সময় আচমকা তিন দুষ্কৃতিকারী পেট্রোল পাম্পের অফিসে প্রবেশ করেছিল। মুখে কালো কাপড় পরিহিত তিন দুষ্কৃতিকারী পিস্তল দেখিয়ে প্রায় আড়াই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। 

আরো পড়ুন

Advertisement