LATEST UPDATE

কাঞ্চনপুরে যান দুর্ঘটনায় মৃত ১, আহত ৬

আগরতলা ১৮ জানুয়ারি (এ.এন.ই): রাজ্যে ফের যান দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। জানা গেছে, শুক্রবার সকালে কাঞ্চনপুরের নাইসিংপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, শুক্রবার সকালে কাঞ্চনপুরের নাইসিংপাড়ায় যাওয়ার পথে একটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার ফলে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় ববিতা রিয়াং নামে এক মহিলার। দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। জানা গেছে, আহতদের হাতে এবং মুখে আঘাত লেগেছে। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি দ্রুতগতিতে ছিল যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এরফলেই এই দুর্ঘটনা। 

আরো পড়ুন

Advertisement