LATEST UPDATE

লাইফ সার্পোট সিস্টেম সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স চালু হতে চলেছে আগরতলায় সহ রাজ্যের ৮টি জেলায়

আগরতলা ৭ মার্চ (এ.এন.ই): আগামী কিছু দিনের মধ্যেই আগরতলা সহ রাজ্যের ৮টি জেলা সদর এবং  কয়েকটি মহকুমা শহরেও চালু হতে চলেছে ১০২ টোল ফ্রি নম্বরের অ্যাম্বুলেন্স। জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়েই এই পরিষেবা চালু করতে চাইছেন। জানা গেছে, এই অ্যাম্বুলেন্সের ভেতরেই থাকবে প্রশিক্ষণরত টেকনিশিয়ান। উন্নত সমস্ত শহরের

মতোই আগরতলা  এবং জেলা শহরগুলোর রাস্তায় নামছে এই টোল ফ্রি অ্যাম্বুলেন্স। রাস্তায় যেখানেই কোন দুর্ঘটনা ঘটবে কিংবা কোন স্থানে কোন অঘটন  ঘটলে অগ্নি নির্বাপক দফতরে জানার  সঙ্গে সঙ্গে জেনে যাবে অ্যাম্বুলেন্সও। কিংবা যে কোন ব্যক্তি ১০২ নম্বরে ডায়াল করতে পারবেন। সঙ্গে সঙ্গে নিজ থেকেই ওই এলাকায় পৌঁছে যাবে লাইফ সার্পোট সিস্টেম সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। আহত, দূর্ঘটনাগ্রস্থ কিংবা অসুস্থ রোগীকেই সঙ্গে নিয়ে অ্যাম্বুলেন্স ছুটে যাবে হাসপাতালের উদ্দেশ্যে। জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রী প্রথম  অবস্থায় ১০০টি অ্যাম্বুলেন্স কেনার উদ্যোগী নিয়েছেন। জানা গেছে, কিছু দিনের মধ্যে এই অ্যাম্বুলেন্স গুলি আগরতলা সহ রাজ্যের ৮টি জেলা সদর এবং  কয়েকটি মহকুমা শহরেও চালু হবে।    


আরো পড়ুন

Advertisement