LATEST UPDATE

রাঁচিতে নিজের নামের প্যাভিলিয়ন নিজেই উদ্ভোধন করতে রাজি হননি ধোনী

রাঁচি ৭ মার্চ (এ.এন.ই): শুক্রবার রাঁচিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম ইন্ডিয়ার তৃতীয় একদিনের ম্যাচ। আর এই ম্যাচের আগেই 'এম এস ধোনি প্যাভিলিয়ন'-এর উদ্বোধন করতে চেয়েছিলেন ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনল স্টেডিয়াম কর্তৃপক্ষ। ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন চেয়েছিলেন ধোনির নামাঙ্কিত প্যাভিলিয়ন যাতে স্বয়ং ধোনিই উদ্বোধন করে। মঞ্চও প্রস্তুত ছিল। শুধু বাদ সাধলেন স্বয়ং ধোনি। কিন্তু নিজের নামের প্যাভিলিয়ন নিজেই উদ্ভোধন করবেন সে বিষয়ে তিনি রাজি হননি। তিনি ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব দেবাশিস চক্রবর্তীকে জানান," দাদা আমি তো এই স্টেডিয়ামের একজন। ঘরের ছেলে নিজের ঘরেই উদ্বোধন করবে?" এদিকে ঘরের মাঠে কেরিয়ারের এটাই কি ধোনির শেষ ম্যাচ, জল্পনা তুঙ্গে। তেমনই শুক্রবার ঘরের মাঠে মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মাহি। রাঁচিতে আর ৩৩ রান করতে পারলেই ১৭,০০০ রান পূর্ণ করে ফেলবেন এমএসডি।

আরো পড়ুন

Advertisement