LATEST UPDATE

জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় মৃত ১,  গ্রেপ্তার ১

জম্মু ৭ মার্চ (এ.এন.ই): জম্মু বাসস্ট্যান্ডে গ্রেনেড হামলায় একজনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত ২৮জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। জন্মু পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ বিস্ফোরণ হয় জম্মু বাসস্ট্যান্ডে। গ্রেনেড হামলায় ওই বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনার জেরে ওই বাসস্ট্যান্ডে ব্যাপক আতঙ্ক ছড়ায়। শুরু হয়ে যায় হুড়োহুড়ি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান পুলিস ও সিআরপিএফের আধিকারিকরা। শুরুতেই ঘিরে ফেলা বাসস্ট্যান্ড। সরিয়ে দেওয়া হয় যাত্রীদের। শুরু হয় উদ্ধার কাজ। তত্পরতার সঙ্গে আহতদের হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁদের চিকিত্সা শুরু হয়। কয়েকঘণ্টা পর জানা যায় একজনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন

Advertisement