LATEST UPDATE

আগরতলা ৯ মার্চ (এ.এন.ই): সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ড মামলার সিবিআই তদন্তের প্রক্রিয়া পুনরায় শুরু হয়ে গেছে। শুক্রবার থেকেই এই তদন্তের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জানা গেছে, আগের তদন্তকারী অফিসার পরিবর্তন হয়ে যাওয়াতে মাঝখানে বেশ  কিছুদিন সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডের তদন্ত প্রক্রিয়া বন্ধ ছিল। এখন নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, নতুন তদন্তকারী সিবিআই ইন্সপেক্টর সি আর দাসের একটি প্রতিনিধি দল শনিবার দুপুরে সাংবাদিক শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ড মামলার বিষয়ে রাজধানীর ধলেশ্বর এলাকায় এক সিনিয়র আইনজীবীর সাথে দেখা করে। সিবিআইয়ে দুই পদস্থ আধিকারিক এদিন প্রায় দুই ঘণ্টা ধরে মামলার বিষয়বস্তু নিয়ে ঐ আইনজীবীর সাথে আলোচনা করে। যদিও এখনো  পর্যন্ত আলোচনার বিষয়ে কিছুই জানাননি তদন্তকারী আধিকারিকরা। জানা গেছে, খুব সহসাই সাংবাদিক খুনের তদন্ত প্রক্রিয়া শেষ করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  

আরো পড়ুন

Advertisement