LATEST UPDATE

বাংলাদেশ থেকে মাছ আমদানি বন্ধ, ক্ষতিগ্রস্থের সন্মুখিন রাজ্যের মাছ ব্যবসায়ী

আগরতলা ১২ মার্চ (এ.এন.ই)ঃ সম্প্রতি বাংলাদেশ থেকে মাছের আমদানি কমে যাওয়ায় রাজ্যের বাজার গুলিতে মাছের দাম যথেস্ট পরিমানে  বেড়ে গেছে। জানা গেছে, বর্তমানে রাজ্যের প্রতিটি বাজার গুলিতে মাছ ব্যবসায়ীদের বহিঃরাজ্য তথা অন্দ্রপ্রদেশের মাছের উপর নির্ভর করে থাকতে হচ্ছে। জানা গেছে, বাংলাদেশ থেকে মাছ আমদানি তলানিতে এসে ঠেকায় রাজ্যের বাজারে মাছের দাম অনেকটাই বেড়ে গেছে। এদিকে ব্যবসায়ীরস জানিয়েছে, বাংলাদেশের খাল বিলে বা পুকুরে জল কমে যাওয়ায় বাংলাদেশ থেকে মাছের আমদানি কমে গেছে। জানা গেছে, আগামী ২-৩ মাস এধরনের পরিস্থিতি চলবে। ভারী বৃস্টিপাত হলেই বাংলাদেশের খাল-বিলে সহ পুকুরে জল জমবে। তবেই নতুন করে মাছের চাষ হবে। এরফলে মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে। তখন রাজ্যে বাংলাদেশ থেকে মাছের আমদানিও বৃদ্ধি পাবে। এরফলে রাজ্যের বাজার গুলিতে মাছের চাহিদা মেটবে বলে মাছ ব্যবসায়ীরা জানায়। 


আরো পড়ুন

Advertisement