LATEST UPDATE

ভাঙ্গন ধরছে মহারাষ্ট্র কংগ্রেসে, বিজেপিতে যোগ দিচ্ছেন সুজয় ভিখে পাতিল সূত্রের খবর

মহারাষ্ট্র ১২ মার্চ (এ.এন.ই): ভাঙ্গন ধরছে মহারাষ্ট্র কংগ্রেসে। জানা গেছে, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন মহারাষ্ট্রের বিরোধী দলনেতা রাধাকৃষ্ণ ভিখে পাতিলের ছেলে সুজয় ভিখে পাতিল। আহমেদনগর থেকে কংগ্রেসের টিকিটে লড়তে চেয়েছিলেন সুজয় পাতিল। কিন্তু কংগ্রেস এবং ন্যাশনালিস্ট কংগ্রেসের আসন সমঝোতা হওয়ায় ওই কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা এনসিপি-র। মন পসন্দ কেন্দ্র না পাওয়ায় বেঁকে বসেন সুজয়ও। সুজয় জানিয়েছিলেন, কংগ্রেস থেকে টিকেট পাওয়া না গেলে তিনি নির্দল পার্টি হয়ে দারাবেন। কিন্তু এরই 'মাঝখানে বিজেপি নেতা গিরিশ মহাজনের সঙ্গে সুজয়ের বৈঠক হয় এই  খবর প্রকাশ্যে আসতেই তৈরি হয় জল্পনা। যদিও বিজেপি সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীসের সঙ্গে দলের নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয় দলের সঙ্গে কাজ না করলে সুজয়কে সরাসরি টিকিট দেওয়া সম্ভব নয়।

আরো পড়ুন

Advertisement