LATEST UPDATE

নিজ বাড়িতেই ইটভাট্টা শ্রমিকের ফাঁসিতে ঝুলন্ত দেহ উদ্ধার

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ১২ মার্চ (এ.এন.ই): শারীরিক অসুস্থতার কারণে ফাঁসিতে আত্মহত্যা করেন সন্তোষ দাস নামে এক ব্যক্তি এমনটাই জানান, সন্তোষ বাবুর স্ত্রী এবং ছেলে। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আচমকা শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগার বাসিন্দা সন্তোষ দাস নিজ বাড়িতেই গাছের সঙ্গে ফাঁসিতে আত্মহত্যা করেন। তবে এটা সত্যিই কি আত্মহত্যা না এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য। তবে সন্তোষ বাবুর স্ত্রী এবং ছেলে জানান, দীর্ঘদিন ধরেই মাথা ব্যথা যন্ত্রণায় ভুগছিলেন সন্তোষ বাবু। আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ গাছ থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে ;জানা গেছে। তবে মৃত্যুর আসল সত্য এখনই বলেনি পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই সব রহস্যের সমাধান হবে বলে শান্তিরবাজার থানার পুলিশ জানায়। 


আরো পড়ুন

Advertisement