LATEST UPDATE

হরিদ্বার শহরে আমিষ খাবার পরিবেশনের অপরাধে সুইগি ও জ়োমাটোর বিরুদ্ধে নোটিশ জারি করলো উত্তরাখণ্ডের স্বাস্থ্য দফতর

হরিদ্বার ১৮ মার্চ (এ.এন.ই): হরিদ্বার পুরনিগমের বিধিভঙ্গ করার অভিযোগে উত্তরাখণ্ডের স্বাস্থ্য দফতর নোটিশ পাঠালো সুইগি ও জ়োমাটোকে। জানা গেছে, হরিদ্বার শহরে আমিষ খাবার পরিবেশন করে সুইগি ও জ়োমাটো। আর সেই অভিযোগে তাদের বিরুদ্ধে নোটিস পাঠায় উত্তরাখণ্ডের স্বাস্থ্য দফতর। এদিকে খাবারের সত্যতা স্বীকার করে শহরের ডেপুটি খাদ্য সুরক্ষা আধিকারিক আরএস পাল বলেন, 'হরিদ্বারে আমিষ খাবার পরিবেশন করা হচ্ছে বলে স্থানীয় ম্যজিস্ট্রেটকে অভিযোগ জানিয়েছিলেন শহরের কিছু বাসিন্দা। তদন্তে নেমে ওই দুই সংস্থার কাছে ফেসাই-এর লাইসেন্স দেখতে চান ম্যাজিস্ট্রেট। কিন্তু তারা তা দেখাতে পারেননি। এমনকি রআমিষ খাবার পরিবেশনের জন্য পুরসভা থেকে অনুমতিও নেয়নি তারা বলে অভিযোগ উঠেছে এই দুটি সংস্থার উপরে। জানা গেছে, কেন হরিদ্বার শহরে আমিষ খাবার পরিবেশন করে সুইগি ও জ়োমাটো সেই বিষয়ে কারণ দেখানোর জন্য জ়োমাটো ও সুইগিকে ৭ দিনের সময় দেওয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, 'হরিদ্বার পুরনিগমের আইন অনুসারে শহরে আমিষ ভক্ষণ নিষিদ্ধ। 

আরো পড়ুন

Advertisement