LATEST UPDATE

কিছুক্ষণের মধ্যে রাজ্যে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী

আগরতলা ২০ মার্চ (এ.এন.ই): আর কিছুক্ষণের মধ্যে লোকসভা নির্বাচনী প্রচারে রাজ্যে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। জানা গেছে, দুপুর সোয়া একটায় রাহুল গান্ধীর বিশেষ বিমান এমবিবি বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে তাকে ফুলের তোরা স্বাগত জানাবেন রাজ্য কংগ্রেসের সভাপতি প্রদ্যোত কিশোর দেববর্মণ এবং অন্যান্য কংগ্রেসের শীর্ষ নেতারা। এরপর রাহুল গান্ধী বিমানবন্দর থেকে সড়ক পথে খুমুলুঙের খুমপুই একাডেমী মাঠের উদ্দেশ্যে রওয়ানা দেবেন বলে জানান প্রদেশ 'কংগ্রেসের সহসভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। তিনি জানান, লোকসভা নির্বাচনে রাজ্যের 'দুটি আসনের প্রার্থীদের নাম  এখনো ঘোষণা করা হয়নি। জনসভায় সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী প্রার্থীদের 'নাম ঘোষণা করবেন। এদিকে, রাহুল গান্ধীর সফর নিয়ে উচ্ছ্বাস কংগ্রেস কর্মীদের মধ্যে। এদিকে কংগ্রেসের সহসভাপতি পীযূষ কান্তি বিশ্বাস জানিয়েছেন, সমাবেশকে ঘিরে উপজাতি অংশের মানুষদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।


আরো পড়ুন

Advertisement