LATEST UPDATE

মহিলার সাথে অবৈধ সম্পর্ক ঘটনায় সাসপেন্ড শিল্প ও বাণিজ্য দপ্তরের জয়েন্ট ডিরেক্টর

আগরতলা ২০ মার্চ (এ.এন.ই): অফিসের এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক এবং শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিল্প ও বাণিজ্য দপ্তরের জয়েন্ট ডিরেক্টর হিমাদ্রি প্রসাদ চৌধুরীকে চাকুরী থেকে সাসপেন্ড করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাতে তার সাসপেন্ড করার ফাইলে সাক্ষর করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জানা গেছে, এই ঘটনাটি বাম আমলে ঘটেছিল। কিন্তু সেই সময়ে দপ্তরের আধিকারিক হিমাদ্রি প্রসাদ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ থাকা সত্ত্বেও সেই ফাইল চাপা পড়ে যায়। যার ফলে বুক ফুলিয়ে দপ্তরে কাজ করতে থাকে দপ্তরের আধিকারিক হিমাদ্রি প্রসাদ চৌধুরী। সেই কেই উনার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি। কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর ধীরে ধীরে সব দুর্নীতির ফাইল ওপেন হতে থাকে। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে তার সাসপেন্ড করার ফাইলে সাক্ষর করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

আরো পড়ুন

Advertisement