LATEST UPDATE

বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেল মঠ চৌনুহনী এলাকা

আগরতলা ২১ মার্চ (এ.এন.ই)ঃ বড়সড় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পায় মঠচৌমুহনী এলাকা। জানা গেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা নাগাদ মঠচৌহমুনী এলাকার একটি দোকানে আগুন লাগে। তবে দমকল কর্মীদের সময়মত আসায় আগুন বেশীদূর ছড়াতে পারেনি। জানা গেছে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিনের সয়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীরা জানিয়েছে সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। 

আরো পড়ুন

Advertisement