LATEST UPDATE

কলেজটিলা লেইক থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগরতলা ২৩ মার্চ (এ.এন.ই):  শিবনগর কলেজটিলার লেইক থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কলেজটিলার লেইক আনুমানিক এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত দেহ উদ্ধার করা হয়। জানা গেছে, শনিবার সকালে লেইকে এক ব্যক্তির দেহ ভাসতে দেখে এলাকারেই কিছু লোক পুলিশকে ফোন করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কলেজটিলা ফাঁড়ির থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লেইক থেকে মৃতদেহ উদ্ধারের ব্যবস্থা করে। মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে এখনো পর্যন্ত পুলিশ মৃতদেহের পরিচয় জানতে পারেনি। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ব্যক্তিটিকে অন্য কোথায় খুন করে এই লেইকে ফেলে রেখে গেছে দুষ্কৃতিকারীরা। তবে সবটাই অনুমান এখনো সঠিক ভাবে কিছুই বলা যাচ্ছে বলে পুলিশ জানিয়েছে। মৃতদেহের শরীর ফুলে গেছে। দেহের ভিতরে জল ঢুকে যাওয়ায় শরীর ফুলে গেছে। কি কারণে কারণে এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হল সে বিষয়ে পুলিশ এখনো কিছু জানায়নি। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

আরো পড়ুন

Advertisement