LATEST UPDATE

বিদ্যুৎ বিভ্রাটের জেরে জিবি হাসপাতালে ব্যাহত চিকিৎসা পরিষেবা

আগরতলা ২৩ মার্চ (এ.এন.ই): একটানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের জেরে নাজেহাল অবস্থা আগরতলার জিবি হাসপাতালের। সকাল ১০টা হাসপাতালে বিদ্যুৎহীন হয়ে পড়ায় চিকিৎসা ব্যবস্থায় বিঘ্ন ঘটে। গরমে হাঁসফাঁস অবস্থা প্রসূতি থেকে মহিলা রোগীদের। জানা গেছে, সকাল ১০টা থেকে জিবির শিশু বিভাগ, মেট্রোন অফিস, গাইনি ওয়ার্ডে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে আছে। এদিকে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যার সন্মুখিন হতে হচ্ছে রোগীদের। জানা গেছে, বিদ্যুৎ না থাকার কারণে আইসিইউরও স্বাভাবিক পরিষেবা ব্যহত হচ্ছে। জানা গেছে, এখনো হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে কাজ চলছে  বলে জানা গেছে। দ্রুত হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

আরো পড়ুন

Advertisement