LATEST UPDATE

ভারতের পরবর্তি নৌসেনা ভাইস অ্যাডমিরাল করমবীর সিং

২৩ মার্চ (এ.এন.ই): নৌসেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গেছে ভারতের পরবর্তি নৌসেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং। এদিকে আগামী ৩১ মে শেষ হচ্ছে বর্তমান নৌসেনা প্রধান সুনীল লাম্বার কার্যকাল। তাঁর জায়গায় আসছেন করমবীর সিং। ১৯৮০ সালে ভারতীয় নৌসেনায় যোগ দেন করমবীর সিং। ১৯৮২ সালে তিনি নৌসেনার কপ্টার পাইলট নিযুক্ত হন। ২০১৭ সালে ৩১ অক্টোবর নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডিং-ইন-চিফ নিযুক্ত হন করমবীর সিং। টানা ৩৭ বছরের কর্মজীবনে তিনি একাধিক খেতাব পেয়েছেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং। এর মধ্যে রয়েছে অতি বিশেষ সেনা মেডেল ও পরম বিশিষ্ট সেনা মেডেল। 

আরো পড়ুন

Advertisement