LATEST UPDATE

দেবীপুর ও কাঁঠালিয়ার গভীর জঙ্গল থেকে চোরাই কাঠ উদ্ধার

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ২৩ মার্চ (এ.এন.ই): চোরাইকাঠ উদ্ধারে বড়সড় সাফল্য পেল বগাফা ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মীরা। ঘটনার বিবরণে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার গভীররাতে শান্তিরবাজার মহকুমার বগাফা বনদপ্তরের এসডিএফও সুমন মল্ল ফরেস্ট রেঞ্জ অফিসার প্রসেঞ্জিত দেববর্মা ও দেবীপুর এলাকার বিট অফিসার প্রদীপ দেববর্মার যৌথ অভিযানে দেবীপুর ও কাঁঠালিয়ার মাঝ রাস্তায় গভীর জঙ্গল থেকে ৪২ ফুট চোরাই কাঠ উদ্ধার করে। পাশাপাশি দুটি মারুতি গাড়ি আটক করে। এক সপ্তাহে মোট ৯০ থেকে ৯৫ ফুট চোরাইকাঠ আটক করেন বনদপ্তরের কর্মীরা। বৃহস্পতিবারও বগাফা সুরপাড়া রোড থেকে দুটি মারুতি গাড়ি সহ চোরাই কাঠ উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা। দেবীপুরের বিট অফিসার  প্রদীপ দেববর্মা জানায় এই কয়েকদিনের উদ্ধারকৃত চোরাই কাঠের বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। তিনি জানান আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে। 

আরো পড়ুন

Advertisement