LATEST UPDATE

 গয়ায় এক বিজেপি নেতার বাড়িতে মওবাদীদের হামলা

গয়া ২৮ মার্চ (এ.এন.ই): লোকসভা নির্বাচনের মুখে বিহারের গয়ায় মওবাদীরা এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালাল। জানা গেছে, ভোট বয়কটের ডাক দিয়ে ঐ বিজেপি নেতার বাড়িতে হামলা চালাল মাওবাদিরা। জানা গেছে, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ গয়ায় প্রাক্তন বিধান পরিষদের সদস্য অনুজ কুমারের বাড়িতে হানা দেয় মাওবাদীদের একটি দল। গোটা বাড়ি ভাঙচুর করে সেখানে ডিনামাইট ফিট করে দিয়ে যায় তারা। সেই ডিনামাইটের বিস্ফোরণেই গোটা বাড়িটি ভেঙে পড়ে। বাড়িটিতে বিস্ফোরণ ঘটনোর পর সেখানে কিছু লিফলেট ফেলে যায়। সেখানে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে। জানা গেছে, পুলিস ঘটনার তদন্ত করছে। 

আরো পড়ুন

Advertisement