LATEST UPDATE

পানীয় জলের দাবিতে পথ অবরোধ

আগরতলা ২৯ মার্চ (এ.এন.ই): শুক্রবার আমবাসা মহকুমার অন্তর্গত জগন্নাথপুরস্থিত সুরেন্দ্র রিয়াং পাড়াতে পানিয় জলের দাবীতে পথ অবরোধ করল এলাকাবাসীরা।স্থানীয় বাসিন্দারা জানায় বিগত প্রায় একমাস সময় ধরে পানীয় জলের সমস্যা চলে আসছে। বিগত এ মাস ধরে এলাকার বাসিন্দারা পানীয় সমস্যার ভুগছে বলে স্থানীয় বাসিন্দারা জানায়। তারা আরও জানায় তারা বহুবার এই সমস্যার সমাধানের জন্য প্রশাসনকে জায়ায় কিন্তু প্রশাসনের তরফ থেকে কোন প্রকার ব্যবস্থা না নেওয়ায় একপ্রকার বাধ্য হয়েই আমবাসার মহকুমার জগন্নাথপুরস্থিত সুরেন্দ্র রিয়াং পাড়ার বাসিন্দারা শুক্রবার সকাল থেকে পথ অবরোধে বসে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় প্রশাসনের লোকেরা। গ্রামবাসীদের সাথে কথা বলে এবং তাদের আশ্বাসে শেষ পর্যন্ত এলাকাবাসীরা পথ অবরোধ প্রত্যাহার করে বলে জানা গেছে।

আরো পড়ুন

Advertisement