LATEST UPDATE

আমবাসার সাড়ে ৪ মাইল ক্যাম্পে আত্মঘাতী হল এক জওয়ান

আগরতলা ১ এপ্রিল (এ.এন.ই): আত্মঘাতী হল এক এসপিও জওয়ান। মৃত জওয়ানের নাম হল মধ্যমজয় ত্রিপুরা।  ঘটনাটি ঘটে আমবাসায়। ঘটনার বিবরণ থেকে জানা গেছে, সোমবার সকালে আমবাসার সাড়ে ৪ মাইল ক্যাম্পে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী হন মধ্যমজয় ত্রিপুরা নামে ঐ এসপিও জওয়ান। তবে কি কারণে এসপিও জওয়ান মধ্যমজয় ত্রিপুরা নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা করলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এবিষয়ে মুখ খুলতে নারাজ ক্যাম্পের অন্যান্য জওয়ানরা। তবে সত্যিই কি আত্মঘাতী হন মধ্যমজয় ত্রিপুরা না কি এর পেছনে রয়েছে অন্য কোন ঘটনা। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে তদন্তকারী টিম। সেখানে গিয়ে তারা তদন্ত শুরু করে দিয়েছে। যদিও তদন্তকারী টিম এখনই মৃত্যুর সঠিক কারণ নিয়ে কিছুই বলেনি। শুধু তারা এইটুকু বলেছে তদন্ত  চলছে। অতিসত্বর ঘটনার রহস্যের সমাধান হবে। এদিকে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। জানা গেছে, জায়গাটি ঘিরে রেখেছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে এখনো ধোঁয়াশা। 

আরো পড়ুন

Advertisement