LATEST UPDATE

ভোটের মুখে স্বস্তি মোদী সরকারের, ২০১৮-১৯ অর্থবছরে জিডিপি বৃদ্ধি পাবে ৭.২ শতাংশে

দিল্লি ৩ এপ্রিল (এ.এন.ই): ভোটের মুখে হাল্কা স্বস্তি মোদী সরকারের। এশিয়ান ডেভালপমেন্ট আউটলুক (এডিও) ২০১৯-র সম্প্রতি রিপোর্ট অনুযায়ী, গত অর্থবর্ষের (২০১৮-১৯) সার্বিক বৃদ্ধি দাঁড়াতে পারে ৭.২ শতাংশে। ২০১৬-১৭ অর্থবর্ষের ৭.২ জিডিপি পরের বছরে নেমে দাঁড়ায় ৭-এ। যার ফলে ভারী শিল্পে এবং পরিকাঠামোগত উন্নয়নে ধাক্কা খেতে হয় মোদী সরকারকে। এশিয়ান ডেভালপমেন্ট ব্যাঙ্কের দাবি, আগামী দু’বছর  ৭.২ থেকে ৭.৩ শতাংশের মধ্যে ঘোরাঘুরি করবে জিডিপি।

আরো পড়ুন

Advertisement