LATEST UPDATE

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভোট কর্মীদের পোস্টাল ব্যালট বিলি

আগরতলা ৪ এপ্রিল (এ.এন.ই): বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রাজ্যের সমস্ত ভোট কর্মীদের জন্য পোস্টাল ব্যালট বিলি। জানা গেছে, রাজ্যের সমস্ত ভোট কর্মীদের জন্য দু-দিনে দুটি আসনে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ হবে। প্রথম পর্বে ৮ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। এবং দ্বিতীয় পর্বে আগামী ১২ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া। এদিন দুদিন শুধুমাত্র যেসমস্ত কর্মীরা নির্বাচনী কাজে যুক্ত আছেন সেই ভোট কর্মীরা ভোট দেবেন। এই দুদিন নির্বাচনী কর্মরত  ইডিসি কর্মীরা পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরো পড়ুন

Advertisement