LATEST UPDATE

রাজধানী হারাধন সংঘ এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড

আগরতলা ৬ এপ্রিল (এ.এন.ই): রাজধানী আগরতলার হারাধন সংঘ এলাকায় দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১টি বসতবাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। জানা গেছে, শনিবার দুপুরে গ্যাস সিলিন্ডার ফেটে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। যদিও এখনো পর্যন্ত পুলিশ সঠিক তথ্য জানাতে পারেনি যে কত টাকার ক্ষতি হয়েছে। ঘটনার বিবরণের এলাকাবাসীরা জানান, শনিবার দুপুরে আচমকা একটি বিকট আওয়াজের শব্দ তারা শুনতে পান। সাথে সাথে এলাকার মানুষ ভয়ে ঘর থেকে বেরিয়ে পরেন। ঘর থেকে বেরিয়ে এসে দেখতে পান একটি বাড়িতে আগুন লেগেছে। আগুনের লেলিহান শিখা দেখে সবাই ভয় পেয়ে যান।  সাথে সাথে কেউ একজন অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১টি ইঞ্জিন। ঘটনাস্থলে এসে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আরও ৩টি ইঞ্জিনকে ডেকে পাঠানো হয়। সাথে সাথে ঘটনাস্থলে দমকলের আরও ৩টি ইঞ্জিন ছুটে আসে এবং আগুন নেভাতে চেষ্টা করে। জানা গেছে, দমকলের ৪টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে পুলিশ জানায় গ্যাস সিলিন্ডার ফেটেই আগুনের সূত্রপাত। জানা গেছে, অগ্নিকান্ডে কেউ আহত না হলেও বাড়িটি সম্পূর্ণভাবে  ভস্মীভূত হয়ে যায়।   

আরো পড়ুন

Advertisement