LATEST UPDATE

গরুর মাংস বিক্রির করার অভিযোগে এক পৌঢ়কে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেল আসামে

আসাম ৯ এপ্রিল (এ.এন.ই): গরুর মাংস বিক্রির করার অভিযোগে ৬৮ বছর বয়সী সওকত আলী নামে এক পৌঢ়কে বেধড়ক পেটানোর অভিযোগ উঠে আসামে। জানা গিয়েছে, বর্তমানে আসামের একটি সরকারি হাসপাতালে সওকত আলী চিকিত্সাধীন। পুলিস সূত্রে জানা গেছে, এঘটনায় দুটি এফআইআর করা হয়েছে। তার মধ্যে একটি এফআইআর করেন সওকতের ভাই। জানা গেছে ইতিমধ্যে তদন্তে নেমেছে অসম পুলিস।

আরো পড়ুন

Advertisement