LATEST UPDATE

প্রসূতির মায়ের মৃত্যুর অভিযোগে চিকিৎসকের উপর হামলা

আগরতলা ১১ এপ্রিল (এ.এন.ই): প্রসূতি মহিলার মৃত্যুর অভিযোগকে ঘিরে এক চিকিৎসকের 'উপর হামলার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে আইজিএম হাসপাতালে। জানা গেছে, বর্তমানে আহত চিকিৎসকের অবস্থা গুরুতর। জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে। ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাতে আইজিএম হাসপাতালে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়। ঐ সময় ডিউটিতে ছিলেন চিকিৎসক দীপঙ্কর দেবনাথ। প্রসূতি মহিলার মৃত্যুর খবর ছড়িয়ে পরতেই চিকিৎসক দীপঙ্কর দেবনাথের উপর হামলা চালানো হয়। 'হামলায় গুরুতর আহত হন চিকিৎসক দীপঙ্কর দেবনাথ। একটা সময়ে ক্রমশ পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করে। চিকিৎসক দীপঙ্কর দেবনাথকে মারতে মারতে সিটি সেন্টার পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম থানার পুলিশ এবং আহত চিকিৎসককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে আহত চিকিৎসককে দেখতে ছুটে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। জানা গেছে, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি তিনি এও বলেন এঘটনার সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে।  

আরো পড়ুন

Advertisement