LATEST UPDATE

মথুরায় ১১০ ফুট গভীর গভীর নলকূপের গর্ত থেকে উদ্ধার শিশু

মথুরা ১৪ এপ্রিল (এ.এন.ই): মথুরায় ১১০ ফুট গভীর গভীর নলকূপের গর্ত থেকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হল পাঁচ বছরের এক শিশুকে। জানা গেছে, শিশুটি গাছে উঠেছিল ফল পারতে। কিন্তু আচমকা শিশুটি হাত ফস্কে গাছ থেকে পড়ে যায় এক গভির নলকূপে গর্তে। জানা গেছে, নলকূপটি ১১০মিটার লম্বা। খবরটি চারিদিকে ছড়িয়ে পরতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।  প্রবীণ নামক ঐ শিশুটির পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে পরে। বাচ্চাটির কুঁয়োয় পড়ে যাওয়ার খবর যায় পুলিসে। খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমের কাছে। চলে আসে সেনা বাহিনীর উদ্ধারকারী দলও। রবিবার সকালে তাঁকে অক্ষত অবস্থায় বাইরে আনে উদ্ধারকারী দল। শেষ পর্যন্ত দীর্ঘ ৮ ঘন্টা লড়াইয়ের শেষে উদ্ধারকারী দল শিশুটিকে জিবন্ত উদ্ধার করতে পেরেছে।  

আরো পড়ুন

Advertisement