LATEST UPDATE

মদের আসরে এক ব্যক্তির মৃত্যু

আগরতলা ১৬ এপ্রিল (এ.এন.ই): মদের আসরে মারামারির ফলে মৃত্যু হয় এক ব্যক্তির। 


ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার সকাল বেলা শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া থানার অধীনে পশ্চিম চড়কপাই এলাকায় মঙ্গাইমগ পাড়ায় মারামারির ফলে মৃত্যু হয় রঞ্জিত দেবনাথ ( ৪০ ) নামে এক ব্যক্তির। জানা গেছে, রঞ্জিত দেবনাথের বাড়ী বাইখোড়ার কুমারঘাট এলাকায়। রঞ্জিত দেবনাথ গতকাল পশ্চিম চড়কপাই মঙ্গাই মগ পাড়ায় উনার এক নিকট আত্মীয়ের বাড়ীতে বেড়াতে আসেন। সেখানে পয়লা বৈশাখ উপলক্ষে রাত্রিবেলায় তিন বন্ধু মিলে মদ্যপানে বসে। পরবর্তী সময় মদ্যপানের আসরে রঞ্জিত দেবনাথের সাথে তার দুই বন্ধুর সাথে ঝগড়া বাধে। শেষে পর্যন্ত দুই বন্ধু মিলে রঞ্জিত দেবনাথকে আক্রমণ করে বলে অভিযোগ। আক্রমণে রঞ্জিত দেবনাথ গুরুতর আহত হয়। জানা গেছে, রঞ্জিত দেবনাথ বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন ও এলাকাবাসী রঞ্জিত দেবনাথকে খুঁজতে শুরু করে। অর্ধমৃত অবস্থায় একটি জঙ্গলে রঞ্জিত দেবনাথের দেহ পরে থাকতে দেখে তার পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তার দেহ বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু পথেই মৃত্যু রঞ্জিত দেবনাথের। এদিকে মৃত্যুর খবর পেয়ে ঘটনা তদন্তের জন্য রঞ্জিত দেবনাথের আত্মীয় বাড়ীতে ছুটে যান শান্তির বাজারের পুলিশের এস ডি পি ও নির্দেশ দেব ও বিশাল পুলিশ বাহিনী।  মৃত্যু কাণ্ডের কিছু ঘটনাবলী সংবাদ মাধ্যম ও পুলিশের সামনে তুলে ধরেন ঐ বাড়ীর লোকজন।  উনারা স্পষ্ট ভাষায় জানান লাসিঙ্গা মগ ও সুজিত দেবনাথ নামে দুই ব্যক্তি রঞ্জিত দেবনাথকে আক্রমণ করেছে।  নির্বাচনের প্রাক মুহূর্তে এই ধরনের আক্রমণে কোনোপ্রকার রহস্য আছে কিনা তা নিয়ে তীব্র গুঞ্জন চলছে এলাকাবাসীর মধ্যে। ঘটনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে বলে জানান এস ডি পি ও নির্দেশ দেব।  উনি সংবাদ মাধ্যমের সামনে জানান প্রাথমিক তদন্তে জানাযায় আক্রমণের স্বীকার হয়ে মৃত্যুর মুখে ডলে পরে রঞ্জিত দেবনাথ।  এখন দেখার বিষয় ঘটনার সু্ষ্ঠ তদন্তে ও প্রকৃত দোষীর শাস্তি প্রদানে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করেন।

আরো পড়ুন

Advertisement