LATEST UPDATE

গাছ কাটতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

শান্তিরবাজার (নিজেস্ব প্রতিনিধি) ১৬ এপ্রিল (এ.এন.ই): গাছ কাটতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পূর্ব পিলাকে। মৃত ব্যক্তির নাম বাদল মুহুরি (৩৯)। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার সকালে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পূর্ব পিলাকের বাসিন্দা  বাদল মুহুরি উনার কিছু বন্ধু বান্ধব সাথে মিলে জোলাইবাড়ি শালবাগান এলাকায় গাছ কাটতে আসেন। গাছটি কাটার পর গাছটি অপর একটি গাছে আটকে পড়ে। এমন সময় কাটা গাছটি আচমকা বাদল মুহুরির গায়ের উপর পরে। সঙ্গে সঙ্গেই বাদল বাবুকে উনার বন্ধু বান্ধব জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু ঘটনাস্থলেই বাদল বাবুর মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন। বাদল মুহুরির এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু 'করেছে পুলিশ। জানা গেছে, মৃতদেহকে পুলিশ জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মর্গে রেখেছে। ময়না তদন্তের পর পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে বলে জানা গেছে। এদিকে বাদল মুহুরির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আরো পড়ুন

Advertisement