LATEST UPDATE

বিদ্যুস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

আগরতলা  ১৯ এপ্রিল  (এ.এন.ই)ঃ রাজ্যে ফের বিদ্যুস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু। মৃত শ্রমিকের নাম হল টিটু ঘোষ। ঘটনাটি ঘটে কাকড়াবন জামজুড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার সকালে টিটু ঘোষ ঐ শ্রমিক কাকড়াবন জামজুরি এলাকার বাসিন্দা কল্পনা দাসের বাড়িতে পুকুরের পাশে জলের মোটরে বিদ্যু সংযোগ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট  হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় টিটু ঘোষের। এদিকে টিটুর মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের পর টিটুর মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে টিটুর মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে জান গেছে। 

   

আরো পড়ুন

Advertisement