LATEST UPDATE

নির্বাচন কমিশনে প্রদ্যোত কিশোর দেববর্মণের বিরুদ্ধে অভিযোগ আইপিএফটির

আগরতলা  ১৯ এপ্রিল (এ.এন.ই): খোয়াই থানায় ঢুকে এক যুবককে চর থাপ্পড় এবং তাকে শারীরিক ভাবে হেনস্থা করা, এবং আইন হাতে তুলে নেওয়ায় প্রদ্যোত কিশোর দেব্বর্মণের বিরুদ্ধে সোচ্চার হলেন আইপিএফটির সভাপতি এন সি দেববর্মা। 

শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আইপিএফটি সভাপতি নরেন্দ্র চন্দ্র দেববর্মা মহারাজের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

তিনি বলেন, মহারাজ প্রদ্যোত কিশোর দেব্বর্মণ যে কাজটি করেছেন তা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। তিনি জানান, এই ইস্যুতে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানানো হয়।

পাশাপাশি আই জি পুনিত রোস্তগীর কাছেও আইপিএফটির তরফ থেকে লিখিত অভিযোগ জানানো হয়। 

আইপিএফটি সভাপতি এন সি দেববর্মার অভিযোগ, পিসিসি সভাপতি প্রদ্যোত কিশোর দেব্বর্মণ অর্থ এবং প্রলোভন দিয়ে দল ভাঙ্গানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

তিনি জানান, কংগ্রেস সভাপতি হওয়ার আগে প্রদ্যোত কিশোর দেববর্মণ আইপিএফটিতে যোগ দিতে সন্মতি জানিয়েছিলেন। 

কিন্তু সভাপতি হওয়ার পর উল্টো বিজয় রাঙ্খলকে সঙ্গে নিয়ে কংগ্রেসকে সমর্থন জানাতে তার নিজ বাসভবনে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 

নির্বাচন কমিশনে প্রদ্যোত কিশোর দেববর্মণের বিরুদ্ধে অভিযোগ জানায় আইপিএফটি বলে জানায় এন সি দেববর্মা।

আরো পড়ুন

Advertisement