LATEST UPDATE

জলে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশু কন্যার

আগরতলা  ১৯ এপ্রিল (এ.এন.ই): শুক্রবার মর্মান্তিক ঘটনা ঘটল কমলপুরে। জলে ডুবে মারা গিয়েছে দেড় বছরের শিশু কন্যা। নিহত শিশু কন্যাটির নাম হল 

তৃষ্ণা দাস। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার দুপুরে কমলপুর মহকুমার অন্তর্গত ছোট সুরমায় 

জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় দেড় বছরের তৃষ্ণার। জানা গেছে, তাকে বাচাতে এলাকার বিধায়ক আশিস দাস আপ্রাণ চেষ্টা করে কিন্তু শিশু তৃষ্ণাকে বাঁচানো যায় নি। 

এদিকে এ ঘটনায় তৃষ্ণার মা বাবা কান্নায় ভেঙ্গে পরেছেন। শিশু কন্যাটির বাড়িতে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে। 


আরো পড়ুন

Advertisement