LATEST UPDATE

শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে ইভিএম মেশিন বণ্টন

আগরতলা ২২ এপ্রিল (এ.এন.ই): কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে ইভিএম মেশিন ভোট কর্মীদের হাতে তুলে 'দেওয়া হয়। জানা গেছে, ইতিমধ্যে ভোট কর্মীরা তারা তাদের নিজ নিজ গন্তব্যস্থলে রওয়ানা হয়ে গেছেন। উল্লেখ্য আগামীকাল পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন। জানা গেছে, এই নির্বাচনের মধ্যে রয়েছে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত ৩৮ জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র। লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে, ৪৫,৩৪৭। যার মধ্যে পুরুষ ভোটার হল ২৩,১৭৩ জন ও মহিলা ভোটারের সংখ্যা ২২,১৭৪ জন। ৩৮ জোলাইবাড়ি কেন্দ্রে মোট ৬০টি পুলিং স্টেশন রয়েছে। জানা গেছে, এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সমস্ত পুলিং এজেন্টরা ইতিমধ্যেই নিজ নিজ গন্তব্যস্থলে রওয়ানা হওয়া গেছেন। 

আরো পড়ুন

Advertisement