LATEST UPDATE

টিকটকের উপর থেকে সম্ভবত খুব শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যহার করবে সুপ্রিমকোর্ট

দিল্লি ২২ এপ্রিল (এ.এন.ই): সম্ভবত খুব শীঘ্রই টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চলেছে সুপ্রিম কোর্ট। সোমবার সর্বোচ্চ আদালত মাদ্রাজ হাইকোর্টকে জানিয়েছে, টিকটক নিয়ে তাদের চূড়ান্ত রায় দ্রুত ঘোষণা করতে হবে। নইলে প্রত্যাহার করে নেওয়া হবে টিকটকের ওপর নিষেধাজ্ঞা। বুধবারের মধ্যে এই নিয়ে মাদ্রাজ হাইকোর্ট চূড়ান্ত রায় না জানালে প্রত্যাহার করে নেওয়া হবে নিষেধাজ্ঞা। সোমবার এক নির্দেশে এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর ডিভিশন বেঞ্চ। গত সপ্তাহেই দেশজুড়ে ভিডিয়ো অ্যাপ টিকটক নিষিদ্ধ হয়েছে। আদালতের নির্দেশে অ্যাপটিকে প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে গুগল। টিকটক বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ দেশের বহু যুবা। অভিযোগ, গোপনে পর্নগ্রাফি ছড়াচ্ছে টিকটক। যা যুব সম্প্রদায়ের জন্য ক্ষতিকর। 

আরো পড়ুন

Advertisement