LATEST UPDATE

জঙ্গি বিস্ফোরনের হাত থেকে রক্ষা পায় কলম্বো বিমানবন্দর

কলম্বো ২২ এপ্রিল (এ.এন.ই): অল্পের জন্য জঙ্গিদের বিস্ফোরণের হাত রক্ষা পেল কলম্বো বিমানবন্দর। জানা গেছে, বিমানবন্দর মুখী রাস্তায় মিলল একটি পাইপ বোমা। যদিও সেটিকে নিষ্কৃয় করে দেয় শ্রীলঙ্কার বায়ুসেনা। সোমবার বায়ুসেনার মুখপাত্র গিহান সেনেভিরত্নে জানান, বিমানবন্দরের মূল টার্মিনাস যাওয়ার রাস্তায় আইইডিটি একটি ৬ ফুট লম্বা পাইপের মধ্যে রাখা ছিল। সেটিকে সরিয়ে নিয়ে গিয়ে নিষ্কৃয় করেছে শ্রীলঙ্কার বায়ুসেনা। এরফলে অল্পের জন্য রক্ষা পায় কলম্বো বিমানবন্দর। এদিকে রবিবারের বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৯০। এর মধ্যে ৫ ভারতীয় সহ বেশ কয়েকজন বিদেশিও রয়েছেন। আহত কমপক্ষে ৫০০।

আরো পড়ুন

Advertisement