LATEST UPDATE

আইপিএলে এমন অনবদ্য পারফরম্যান্সের জন্য বড় পুরস্কার পেলেন আন্দ্রে রাসেল

২৫ এপ্রিল (এ.এন.ই): আইপিএলে এমন অনবদ্য পারফরম্যান্সের জন্য এবার বড় পুরস্কার পেলেন রাসেল। আন্দ্রে রাসেল চলতি আইপিএলের কে কে আর হয়ে খেলছেন। এবারের আইপিএলে তিনি প্রতিটি ম্যাচই ভাল খেলছেন। প্রায় একার হাতেই বের করে চলেছেন ম্যাচ। তাই আইপিএলে এমন অনবদ্য পারফরম্যান্সের জন্য এবার বড় পুরস্কার পেলেন আন্দ্রে রাসেল। এদিকে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দলে সুযোগ পেলেন আন্দ্রে রাসেল। পাশাপাশি একইসঙ্গে স্কোয়াডে রয়েছেন ক্রিস গেইলও। বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের চূরান্ত দল ঘোষনা করা হয়েছে। দলে রয়েছেন, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, অ্যাসলে নার্স, কার্লোস ব্রেথওয়েট, ক্রিস গেইল, ডারেন ব্রাভো, এভিন লুইস, ফ্যাবিয়ান আলেন, কেমার রোচ, নিকোলাস পুরান, ওসানে থমাস, সাই হোপ, শানন গ্যাব্রিয়েল, শেল্ডন কোট্রেল, শিমরন হেটমায়ার।

আরো পড়ুন

Advertisement