LATEST UPDATE

যান দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির, আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ

আগরতলা ২৭ এপ্রিল (এ.এন.ই): পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে দেয় উত্তেজিত জনতা। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার দুপুরে যান দুর্ঘটনায় শুভধনী দেবনাথ (৬৫) এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনায় উত্তেজিত জনতা আগরতলা-সাব্রুম সড়ক অবরোধ করে দেয়। জানা গেছে, এখনো অবরোধ জারি আছে। জনতার অভিযোগ, প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে এই সড়কে অথচ প্রশাসন থেকে কোন প্রকার উদ্যোগ নেওয়া হচ্ছে না যার ফলে আজকের এই পথ অবরোধ। এদিকে পথ অবরোধের ফলে আগরতলা-সাব্রুমের উভয়দিকে দীর্ঘক্ষণ ধরে যান চলাচলে বিঘ্ন ঘটছে। জানা গেছে, ঘটনাস্থলে পুলিশ গেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।  


আরো পড়ুন

Advertisement