LATEST UPDATE

আমবাসা থানার লকআপ থেকে পলাতক চোর

আগরতলা ২৯ এপ্রিল (এ.এন.ই): থানার লকআপ থেকে পালিয়ে গেল এক চোর। তার জেরে উত্তপ্ত আমবাসা থানা এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সকালে আমবাসা থানার লকআপ থেকে পালিয়ে যায় এক চোর। পলাতক চোরের নাম হল আলিঞ্জয় ত্রিপুরা। জানা গেছে, আলিঞ্জয় ত্রিপুরা নামে এই চোর পুলিশের সামনে থেকে পালিয়ে যায়। জানা গেছে, আমবাসার থানার পুলিশ পলাতক চোরের খোজে তল্লাশি শুরু করে দিয়েছে। যদিও এখনো পর্যন্ত পলাতক চোরের কোন খোঁজ পায়নি আমবাসা থানার পুলিশ বলে জানা গেছে।

আরো পড়ুন

Advertisement