LATEST UPDATE

দেশের নিরাপত্তা কথা ভেবে বোরখা পড়া নিষিদ্ধ করল শ্রীলঙ্কা সরকার

শ্রীলঙ্কা ২৯ এপ্রিল (এ.এন.ই): সোমবার থেকে বোরখা-সহ সব রকমে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করল শ্রীলঙ্কা সরকার। জানা গেছে, দেশের নিরাপত্তা কথা মাথায় রেখে এবং জঙ্গি চিহ্নিতকরণে সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গত ২১ এপ্রিল ইস্টার সানডে-তে একাধিক বিস্ফোরণে মৃত্যু হয় ২৫৩ জনের। ওই দিনই ৩ গির্জা এবং ৩ হোটেলে বিস্ফোরণ ঘটানো হয়। এরপরও বিস্ফোরণ অব্যাহত থাকে শ্রীলঙ্কায়। আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করে আইএস। এর পর দেশ জুড়ে অভিযান চালায় শ্রীলঙ্কার সেনা। শহিন্দামারুদুতে জঙ্গি-সেনা সংঘর্ষে মৃত্যু হয় ১৫ জনের। এর মধ্যে ৬ জন আত্মঘাতী জঙ্গি রয়েছে। ৩ মহিলা এবং ৬ শিশুরও মৃত্যু হয় বলে জানা যায়। 

আরো পড়ুন

Advertisement