LATEST UPDATE

 রানওয়ে থেকে ছিটকে নদীতে পড়ল বিমান

কিউবা ৪ মে (এ.এন.ই):  রানওয়ে থেকে ছিটকে নদীতে পড়ল বিমান। ঘটনাটি ঘটে কিউবার গুয়ান্তানামো বে-তে। ঘটনার 'বিবরণে জানা গেছে, বোয়িং ৭৩৭ বিমান ১৩৬ জন যাত্রী নিয়ে গুয়ান্তানামো বে-র মার্কিন নৌসেনার বিমানঘাঁটিতে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সামনেই একটি অগভীর জলায় পড়ে। তবে রানওয়ে থেকে বিমান কী করে জলায় পৌঁছল তার খবর এখনও পাওয়া যায়নি।  


আরো পড়ুন

Advertisement