LATEST UPDATE

সাইবার ক্রাইম অপরাধের মামলায় গ্রেপ্তার ২ অভিযুক্ত

আগরতলা ৪ মে (এ.এন.ই): রাজ্যে সাইবার ক্রাইমের দিনের পর দিন বেড়েই চলেছে। তবে সাইবার ক্রাইম রোধে পুলিশের তৎপরতাও লক্ষ্য করা গেছে। জানা গেছে, খোয়াই থানায় দায়ের করা এক সাইবার অপরাধের মামলায় গ্রেপ্তার হয়েছে দুই অপরাধী। ধৃতদের নাম হল প্রতীম চৌধুরী এবং বিলাস সাহা। একথা জানান এস পি সরস্বতী আর। তিনি জানান, রাজ্যের প্রত্যেক নাগরিককে সর্তক থাকতে হবে। শনিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সাইবার রোধ করার ক্ষেত্রে সদা তৎপর পুলিশ। তবে রাজ্যের মানুষকে সর্বদা সর্তক থাকতে হবে। তিনি বলেন, হেলথ ইন্সুরেন্স ও মোবাইল টাওয়ার বসানো নিয়ে অনেক সময় আস। সেক্ষেত্রে এধরনের কোন সন্দেহজনক ফোন পেলেই সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় অভিযোগ জানানো আহবান রাখেন এস পি সরস্বতী আর। তিনি আরও বলেন, সাইবার সংক্রান্ত ঘটনায় এপর্যন্ত ৪০ জনের একাউন্ট থেকে গায়েব প্রায় ৬৭ লক্ষাধিক টাকা। 

আরো পড়ুন

Advertisement