LATEST UPDATE

রবিবার বিকেলে অমরপুরে বৈশাখী মেলার উদ্বোধন

আগরতলা ৫ মে (এ.এন.ই): অমরপুরে মাতা মঙ্গলচণ্ডী মেলা তথা বৈশাখী মেলার উদ্বোধন রবিবার বিকেলে চন্ডিবাড়ি সংলগ্ন স্কুল মাঠে। মেলার কমিটির পক্ষ থেকে জানানো রবিবার বিকেলে এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন কৃষি, পরিবহণ ও পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, প্রতিমা ভৌমিক, অমরপুর নগর পঞ্চায়েত চেয়ারম্যান সঞ্জয় জামাতিয়া প্রমুখ। মেলার কমিটির তরফ থেকে জানানো প্রতিবছরই এই মেলাটি জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। মেলার কমিটির তরফ থেকে আরও, জানানো হয়েছে, মেলায় অংশ নেবার উদ্দেশ্যে অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ী এসেছেন। মাতা মঙ্গলচণ্ডী মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহকুমার সরবং কলি বাজারস্থিত শান্তিকালী আশ্রমে যাবেন এবং সেখানে গিয়ে আশ্রমের মহারাজের সাথে মুখ্যমন্ত্রী দেখা করবেন বলে জানা গেছে।


আরো পড়ুন

Advertisement