LATEST UPDATE

বন্য জন্তুর আক্রমনে গুরুতর আহত এক যুবক

শান্তিরবাজার  ১১ মে (এ.এন.ই)ঃ বনে বাঁশকুরুল সংগ্রহ করতে গিয়ে বন্য জন্তুর দ্বারা আক্রমনের শিকার এক যুবক। ঘটনার বিবরনে জানা যায় শুক্রবার দুপুর আনুমানিক ২ ঘটিকায় শান্তির বাজার মহকুমার অন্তরগত দেবীপুর ব্রক্ষাটিলার গভির জঙ্গলে বাশ কুরুল সংগ্রহ করতে যায় সুপায়ন চাকমা ( ৩২ ) নামে এক যুবক।  জানা গেছে ঐ যুবকটি অমরপুর মহকুমার নতুন বাজারের বাসিন্দা।  যুবকটি তার দুই বন্ধুর সঙ্গে জঙ্গলে বাঁশকুরুল সংগ্রহ করতে যায়।   সুপায়নের দুই বন্ধু নাম হল পুনজয় চাকমা ও সুভ্রজয় চাকমা।  তিন বন্ধু জঙ্গলে প্রবেশ করে বাঁশকুরুল সংগ্রহ করতে গিয়ে বিছিন্ন হয়ে পরে।  সুপায়ন চাকমার একা কিতৃত্বের সুযোগ পেয়ে ঐ বনের একটি ভালুক ওর উপর চওড়া হয় বলে জানা যায়।  ভালুকের আঘাতে গুরুতর আহত হয়ে জঙ্গলের মধ্যে লুটিয়ে পরে সুপায়ন।  বন্যজন্তুর দ্বারা  আক্রমনের শিকার হয়ে সুপায়ন চিৎকার চেচামেচি শুরু করে।  সুপায়নের আত্মনাদ শুনতে পেয়ে ছুটে আসে তার দুই বন্ধু ও এলাকাবাসী।  সঙ্গে সঙ্গে সুপায়নকে এলাকাবাসী ও দুইবন্ধু মিলে শান্তির বাজার জেলা হাসপাতলে নিয়ে আসেন।  সুপায়ন চাকমা বর্তমানে শান্তির বাজার জেলাহাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে।  এইভাবে হঠাৎ করে বন্যজন্তুর আক্রমনে ঐ এলাকায় আতঙ্কের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

Advertisement